বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নেমেছে। দেশনেত্রীকে শেষবারের মতো বিদায় জানাতে ঢাকা, এর আশপাশের এলাকা ও দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অভিমুখে জনস্রোত নেমেছে। কেউ বাস, কেউ মাইক্রোবাস ভাড়া করে আবার কেউবা পায়ে হেঁটে জানাজা স্থলে আসছেন। তাদের সবার উদ্দেশ্য একটাই বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়া।
বুধবার রাজধানীর বিভিন্ন পয়েন্ট দিয়ে মানিক মিয়া অ্যাভিনিউতে এসে জড়ো হচ্ছেন সর্বস্তরের মানুষ।
জানাজায় অংশ নিতে বর্তমানে সেখানে কয়েক লাখ লোক জড়ো হয়েছে। এখনো লোকজন জানাজা স্থলে আসছেন।
বিস্তারিত আসছে…

