ভারতের সাবেক ক্রিকেটার মোহিত শর্মা সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সবশেষ দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলেছিলেন এই ডানহাতি পেসার। তবে আইপিএলের নতুন আসরের নিলাম অনুষ্ঠিত হওয়ার আগেই ব্যাট–প্যাড তুলে রেখে বিদায় জানালেন পেশাদার ক্রিকেটকে।
মঙ্গলবার ইনস্টাগ্রামে এক পোস্টে অবসরের বিষয়টি নিশ্চিত করেছেন মোহিত।
২০১৩ সালে ভারতের জার্সি গায়ে জড়ান হারিয়ানা থেকে উঠে আসা মোহিত। দেশটির হয়ে ২৬ ওয়ানডে এবং ৮ টি–টোয়েন্টি খেলেছেন তিনি। দুই ফরম্যাট মিলিয়ে মোট ৩৭টি উইকেট নিয়েছেন ডানহাতি এই পেসার। ২০১৫ সালে সবশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মোহিত লিখেছেন, ‘আত্মতৃপ্তি নিয়ে ক্রিকেটের সব ধরনের ফরম্যাট থেকে আমি অবসরের ঘোষণা দিচ্ছি।’
ক্যারিয়ারে পাশে থাকার জন্য হারিয়ানা ক্রিকেট অ্যাসোসিয়েশনকে বিশেষ ধন্যবাদ জানান মোহিত। লিখেছেন, ‘অনিরুদ্ধ স্যারের প্রতি আমার অনেক বেশি কৃতজ্ঞতা— যিনি সব সময় নির্দেশনা দিয়েছেন এবং আমার প্রতি বিশ্বাস রেখে আমার পথটা তৈরি করেছেন। এটা আসলে আমি শব্দে লিখে প্রকাশ করতে পারব না।’

