সব দাঁত ফেলে ৯ কোটির টাইটেনিয়ামের দাঁত লাগালেন কিম কার্দাশিয়ানের সাবেক স্বামী

0

এবার ৮ লাখ ৫০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় ৯ কোটি ৩২ লাখ টাকা) খরচ করে আসল দাঁত তুলে ফেলে টাইটেনিয়ামের দাঁত বসিয়ে আলোচনায় আসলেন কিম কার্দাশিয়ানের সাবেক স্বামী জনপ্রিয় র‍্যাপ সংগীত শিল্পী কানইয়ে ওয়েস্ট।

নিজের এক ইনস্টাগ্রাম পোস্টে নতুন দাঁত দেখিয়ে হাস্যোজ্জ্বল ছবি পোস্ট করেছে এ তারকা। পোস্টে তিনি নিজেকে জেমস বন্ড সিরিজের ‘দ্য স্পাই হু লাভড মি’ এবং ‘মুনরেকার’ সিনেমার আইকনিক ভিলেন জসের সঙ্গে তুলনা করেন। 

উল্লেখ্য, ২০০৮ সালে কিম কার্দাশিয়ানের সঙ্গে আট বছরের সংসার জীবনের ইতি টেনেছেন কানইয়ে ওয়েস্ট। পরে তিনি সম্পর্কে জড়িয়েছেন বিয়ানকা সেন্সরি। তিনি অবশ্য বেশ পছন্দ করেছেন কানইয়ের টাইটানিয়ামের দাঁত। তিনি সেই দাঁতগুলোর ছবি নিজের মোবাইলের ব্যাক কভার ব্যবহার করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here