‘গাছে করবো ভরপুর, সবুজ হবে লালপুর’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের লালপুরে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (২৪ জুলাই) সকাল ১১ টায় লালপুর মডেল প্রাথমিক বিদ্যালয়ে প্রাকীর্তি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে লালপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল মোত্তালেব রায়হানের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা সুলতানা।
এতে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার আলেয়া ফেরদৌসী, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি তৌহিদুল ইসলাম বাঘা, লালপুর পাবলিক লাইব্রেরী সাবেক সভাপতি আব্দুল ওয়াদুদ, বিদ্যালয়ের প্রধান শিক্ষিক তাসলিমা খাতুন প্রমুখ।