নিউজিল্যান্ডের সবুজ উইকেটে স্পিন ধরিয়ে তাক লাগিয়ে দেন ন্যাথান লায়ন। ডানহাতি এই স্পিনারের ঘূর্ণিতে কুপোকাত হয়ে অস্ট্রেলিয়ার কাছে ১৭২ রানের বড় ব্যবধানে হেরেছে নিউজিল্যান্ড।
তৃতীয় দিন শেষে অবশ্য লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল স্বাগতিকরা। বেসিন রিজার্ভে চতুর্থ দিনের খেলা শুরু করে ৩ উইকেটে ১১১ রান নিয়ে। কিন্তু লায়নের স্পিনে এক সেশনও টিকতে পারেনি। ৩৬৯ রানের লক্ষ্যে নেমে গুটিয়ে যায় ১৯২ রানে।
নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৫৯ রান করেন রাচিন রবীন্দ্র। এছাড়া দলের শেষ ব্যাটার হিসেবে আউট হওয়া ড্যারিল মিচেল করেন ৩৮ রান। প্রথম ইনিংসে চাপের মুখে দারুণ এক সেঞ্চুরি করায় ম্যাচ সেরা হয়েছেন অস্ট্রেলিয়ার ক্যামেরন গ্রিন।