সবার জন্য খোলা রয়েছে বিশ্বকাপের দরজা: কেন বললেন রোহিত?

0

শ্রীলঙ্কার মাটিতে এশিয়া কাপ খেলবে ভারত। তারপর দেশের মাটিতে এক দিনের বিশ্বকাপ। অথচ এশিয়া কাপের ১৭ জনের দলে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার কুলদীপ যাদব। যুজবেন্দ্র চহাল এবং রবিচন্দ্রন অশ্বিনের মধ্যে কাউকে রাখা হয়নি। তা হলে কি বিশ্বকাপের দলেও তাদের জায়গা হবে না? অধিনায়ক রোহিত শর্মা অবশ্য বলছেন, বিশ্বকাপের দরজা এখনও সবার জন্য খোলা রয়েছে।

এশিয়া কাপের দল ঘোষণার পর রোহিত এবং প্রধান নির্বাচক অজিত আগরকর বলেছেন, চহাল-অশ্বিনদের নিয়ে আলোচনা হলেও নেওয়া যায়নি। দলের ব্যাটিং গভীরতাকে গুরুত্ব দিয়েছেন তারা। রোহিত বলেছেন, ‘‘দলে একজন অফ স্পিনার রাখার জন্য আমরা অনেক আলোচনা করেছি। কিন্তু রাখা যায়নি। আমরা আট বা নয় নম্বর পর্যন্ত এমন ক্রিকেটারদের চাই, যারা ব্যাট করতে পারে।’’ 

রোহিতের কথায় এশিয়া কাপের দলে কেউ নেই মানে সে বিশ্বকাপের দলেও থাকবে না, এমন নয়। কারণ ২৮ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বকাপের দলে প্রয়োজনীয় পরিবর্তন করার সুযোগ থাকবে। বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার আগে হাতে কিছুটা সময় রয়েছে। রোহিত বলেছেন, ‘‘কারও জন্যই বিশ্বকাপের দরজা বন্ধ হয়ে যায়নি। যে কোনও সময় যে কেউ দলে ঢুকতে পারে। চহাল সম্প্রতি যথেষ্ট সাদা বলের ক্রিকেট খেলেছে। আমাদের যদি মনে হয়, ওকে বিশ্বকাপে প্রয়োজন তা হলেই ডাকা হবে। আমাদের দেখতে হবে কী ভাবে ওর সেরাটা পাওয়া যেতে পারে। একই কথা প্রযোজ্য অশ্বিনের ক্ষেত্রেও। এই মুহূর্তে সবার বিশ্বকাপ খেলার সুযোগ রয়েছে।’’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here