সবাই কষ্ট করেছে আমি ফল পেয়েছি: ফিলিপস

0

গ্লেন ফিলিপস একজন স্বীকৃত ব্যাটসম্যান। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টিতে বল করলেও কখনোই টেস্টে সেই সুযোগ পাননি। কিন্তু বাংলাদেশের বিপক্ষে সিলেটে গতকাল থেকে শুরু হওয়া টেস্টে তিনি বোলিং করেছেন। প্রথম দিন ১৬ ওভার বল করে ১ মেডেনসহ ৫৩ রান দিয়ে নেন চার-চারটি উইকেট।

ম্যাচ শেষে ফিলিপস বলেন, ‘আসলে যখন আপনি অচেনা কারও মুখোমুখি হবে তখন সেখানে অজানা কিছু থাকবেই। একজন ব্যাটসম্যান হিসেবে, পঞ্চম বোলার হিসেবে আমি মনে করি টার্গেটে ছিলাম। কিন্তু ভাগ্য আমাকে সহায়তা করেছে। চেষ্টা করে গেছি প্রসেস মেনে বোলিং করার। সবকিছু মিলিয়ে সুযোগ তৈরি হয়েছে এবং আমি কিছু উইকেট পেয়েছি। ব্যাপারটা দারুণ।’

লাল বলে বোলিং করতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছেন ফিলিপস, ‘অবশ্যই। টেস্ট ম্যাচে বোলিং করাটা আমার স্বপ্ন ছিল। লাইন-আপের কম্বিনেশন, বাংলাদেশের বাহাতি ব্যাসম্যান; সব মিলিয়ে আজ (গতকাল) সুযোগটা পেয়ে গেছি। যেভাবে টিম সাউদি আমাদের ঘুরিয়ে ঘুরিয়ে বোলিং করিয়েছেন- সেটা ছিল দারুণ। আমি মনে করি আমরা সবাই মিলে দারুণ বোলিং করেছি।’

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here