‘সবাইকে সাথে নিয়ে আগামীর শ্রীপুর গড়ে তুলবো’

0
‘সবাইকে সাথে নিয়ে আগামীর শ্রীপুর গড়ে তুলবো’

গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. রফিকুল ইসলাম বাচ্চু বলেছেন, আমি এ মাটির সন্তান, এ মাটির গন্ধ আমার প্রিয়। এই আসন থেকে দীর্ঘদিন বিএনপির প্রার্থী বিজয়ী হতে পারেনি। এবার দল আমাকে সম্মান দিয়ে এই আসনে প্রার্থী করেছে। বিজয়ী হলে সবাইকে সাথে নিয়ে আগামীর শ্রীপুর গড়তে তুলবো। যা হবে আধুনিক ও বসবাসযোগ্য শ্রীপুর।

বুধবার বিকেলে শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের আক্তাপাড়া এলাকায় গ্রাম্য বৈঠকে  প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

তিনি বলেন, সাধারণ মানুষই আগামী নির্বাচনে আমার মূল শক্তি। আশা করি এবার ধানের শীষ বিজয়ী হবে এবং দলকে প্রথমবারের মতো আসনটি উপহার দিতে পারবো।

এসময় তিনি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

অধ্যাপক বাচ্চু বলেন, ইতিমধ্যেই তৃণমূলের সর্বত্রই ধানের শীষের জয় গান শুরু হয়েছে। যেখানেই দলের ৩১ দফার প্রচারে যাচ্ছি সাধারণ মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। আগামী নির্বাচনে বিজয়ী হলে বিএনপি সরকার ৩১ দফা বাস্তবায়ন করে দেশকে আধুনিক  গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করবে। 

মাওনা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিনহাজ উদ্দিনের সভাপতিত্বে গ্রাম্য বৈঠকে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা, যুগ্ম আহ্বায়ক মুক্তারুল করিম শামীম,  উপজেলা বিএনপির আহ্বায়ক সদস্য সাংবাদিক মাহফুল হাসান হান্নান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here