সবাইকে বিচারের মুখোমুখি করা হবে, হুঁশিয়ারি পাকিস্তান সেনাপ্রধানের

0

পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সেনা দপ্তর ও কমান্ডারের বাড়িতে হামলার ঘটনাকে ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেছেন।  শনিবার পেশোয়ারে সেনা কর্মকর্তাদের একটি অনুষ্ঠানে এ প্রসঙ্গে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। সেনাপ্রধান বলেন, ‘যারা এ হামলার পরিকল্পনা করেছেন, অংশ নিয়েছেন, প্ররোচনা ও উসকানি দিয়েছেন, তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে।’

পাকিস্তানের সেনাপ্রধান আরও বলেন, সশস্ত্র বাহিনী তার স্থাপনার পবিত্রতা ও নিরাপত্তা লঙ্ঘন বা ভাংচুরের আর কোনো প্রচেষ্টা বরদাস্ত করবে না। কালো দিবসের সমস্ত পরিকল্পনাকারী, প্ররোচনাদানকারী, উসকানিদাতা এবং নাশকতাকারীদের বিচারের আওতায় আনার জন্য আমরা সংকল্পবদ্ধ। 

ইমরান খানকে গ্রেফতারের পর সমগ্র পাকিস্তানে আন্দোলন ছড়িয়ে পড়ে যাতে অন্তত ১০ জন নিহত হয়। সহিংসতার ঘটনায় দেশটিতে ৭২ ঘণ্টার বেশি সময় ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ রাখা হয়। 

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তার নিজের গ্রেফতার এবং দেশজুড়ে সহিংসতার জন্য সেনাপ্রধান আসিম মুনিরকে দায়ী করেছেন। শুক্রবার আদালত থেকে জামিনে বের হওয়ার পর বিবিসির সাংবাদিক ক্যারোলিনের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘পাকিস্তান সামরিক বাহিনীতে এখন গণতন্ত্র বলে কিছু নেই। সেনাবাহিনী অপমানিত হচ্ছে। এর পেছনে একজন দায়ী, (সেনাপ্রধান)।’

ইমরান খান বলেন, পুরো বাহিনী নয়। একজন (সেনাপ্রধান আসিম মুনির) সবসময়ই ভয়ে থাকেন আমি ক্ষমতায় আসলে তাকে পদচ্যুত করব। অথচ আমি তাকে বোঝাতে সর্বোচ্চ চেষ্টা করেছি এমনকি লিখিত বার্তা দিয়েও জানিয়েছি, এমনটা আমি করব না। সূত্র: জিও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here