সবাইকে আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

0
সবাইকে আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত: যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার বলেছেন, সব দেশকেই আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত। মার্কিন বাহিনী সম্প্রতি বৃহৎ আকারের অভিযান চালিয়ে ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনায় তিনি এই মন্তব্য করেন।

লন্ডন থেকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, স্টারমার পরিস্থিতিকে ‘দ্রুত পরিবর্তনশীল’ হিসেবে আখ্যায়িত করে বলেছেন, এই অভিযানে যুক্তরাজ্য কোনোভাবেই জড়িত ছিল না। তিনি আরও বলেন, ঘটনার প্রকৃত তথ্য যাচাই করার জন্য ধৈর্য ধরে অপেক্ষা করা প্রয়োজন।

স্টারমার উল্লেখ করেছেন, যুক্তরাজ্য এখনও বিতর্কিত ২০২৪ সালের নির্বাচনের ফলাফল স্বীকৃতি দেয়নি, যেখানে মাদুরো তৃতীয় মেয়াদে ক্ষমতায় এসেছিলেন। দেশটি সেখানে শান্তিপূর্ণ ও আলোচনার মাধ্যমে ক্ষমতার হস্তান্তর নিশ্চিত করার দাবি জানিয়ে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here