সবজির সেরা সময় শীতকাল আসি আসি করছে। কমেছে তাপমাত্রা। তবে সবজির বাজারের উত্তাপ এখনও কমেনি। উল্টো কিছু কিছু সবজির দাম বেড়েছে। ফলে বিপাকে পড়েছেন ক্রেতারা। বিশেষ করে নিম্ন ও মধ্য আয়ের মানুষ বাজারের সাথে তাল মেলাতে রীতিমতো হিমশিম খাচ্ছেন।
শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে অধিকাংশ সবজিই বিক্রি হয়েছে ৮০ টাকার ঘরে। বেগুনের মতো কিছু সবজি আবার হাঁকিয়েছে সেঞ্চুরি।
গত সপ্তাহে যে পটল ৬০ টাকা কেজিতে বিক্রি হয়েছিল আজ সেই পটল কেজিতে বেড়েছে ২০ টাকা। এ ছাড়া প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়, বেগুন প্রতি কেজি ১০০ টাকা, পিঁয়াজের ফুল প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা, করল্লা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া প্রতি কেজি শসা বিক্রি হচ্ছে ৮০ টাকায়, আলু প্রতি কেজি ৩০ টাকা, কচু প্রতি কেজি ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাঁধাকপি প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা টমেটো প্রতি কেজি ১০০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, মূলা প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০ টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা।
ব্যবসায়ীরা বলছেন, গতকালের রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে সবজির ট্রাক ঢাকায় কম আসায় দাম কিছুটা বেড়েছে। ক্রেতারা বলছেন, শীত শুরু হলে সবজির দাম কমতে শুরু করে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন।

