সবচেয়ে বেশি হতাশ হয়েছি তামিমকে ‘দুর্বল’ দেখে: মাশরাফি

0

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল খান সংবাদ সম্মেলন ডেকে চোখের জলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। যদিও এর একদিন পরেই নিজের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন তিনি। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পর অবসর ভাঙার ঘোষণা দেন এই টাইগার ওপেনার। 

প্রধানমন্ত্রীর সাথে তামিমের এমন সাক্ষাতের পেছনে বড় ভূমিকা রেখেছিলেন সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যদিও মাশরাফির বড় হতাশা দুর্বল চিত্তের তামিমকে নিয়ে। 

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের পরেই ফিরে আসার কথা জানিয়েছেন তামিম। আর এই বিবেচনায় তাকে ভাগ্যবান বলে উল্লেখ করেছেন ম্যাশ, ‘আমি বলব, তামিম খুব ভাগ্যবান, মাননীয় প্রধানমন্ত্রী তাকে ডেকেছেন, কথা বলেছেন এবং তাকে ক্রিকেটে ফিরিয়ে এনেছেন। এই সৌভাগ্য সবার হয় না।’

অবশ্য এসবের পরেও তামিমের ফিরে আসা নিয়ে কিছুটা সংশয় থেকেই যায়। বিশেষ করে, নিজের পুরাতন ইনজুরি পাশ কাটিয়ে তামিম আসলেই ফিট হতে পারবেন কিনা সেটাই বড় প্রশ্ন। আর মাশরাফি মনে করেন, চোট থেকে পুরোপুরি সেরে ওঠার পরই মাঠে ফেরা উচিত তামিমের, ‘এখন যে জিনিসটা হচ্ছে, ওর ইনজুরি ওকে ভোগাচ্ছে। তামিম পারফর্ম করছে না, কেন করছে না? তার কারণ হচ্ছে ইনজুরি। তাহলে কী করা উচিত? ওর ইনজুরিটা ঠিক করে আসা উচিত। ওর এখন উচিত, ইনজুরি নিয়ে চিন্তা করা। ফিট হয়ে এলে আমি নিশ্চিত ও অটোমেটিক রান করবে আর আগের পরিস্থিতিতে ফিরে আসবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here