দেশের সর্বপ্রথম জেসিআই স্বীকৃত হসপিটাল, এভারকেয়ার হসপিটাল ঢাকা সম্প্রতি সফলভাবে তাদের ১০০তম বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট (বিএমটি) সম্পন্ন করেছে। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় হসপিটালটি।
লিউকেমিয়ার চিকিৎসার জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, দ্রুত রোগ নির্ণয় ও সঠিক চিকিৎসা সংক্রান্ত পূর্ব পরিকল্পনা। এ কারণে, এমআরডি ও আইএইচসি পরীক্ষার মতো টপনোচ পরিকল্পনা পরীক্ষাগুলি চিকিৎসার কার্যকারিতা নিরীক্ষণ ও আনুষঙ্গিক পরিবর্তনগুলির জন্য মানিয়ে নিতে কাজে লাগে।