সফলভাবে সম্পন্ন হলো HackerOne Bug Hunt 2026

0
সফলভাবে সম্পন্ন হলো HackerOne Bug Hunt 2026

সফলভাবে সম্পন্ন হলো HackerOne Bug Hunt 2026। গতকাল শনিবার (১০ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ন্যাশনাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমপ্লেক্সে কনফারেন্সটি অনুষ্ঠিত হয়।

দিনব্যাপী এই কনফারেন্সে রিয়েল ওয়ার্ল্ড অ্যাটাক সিনারিও আধুনিক এক্সপ্লয়টেশন টেকনিক সফটওয়্যার সাপ্লাই চেইন সিকিউরিটি এবং কার্যকর ডিফেন্সিভ স্ট্র্যাটেজি নিয়ে গভীর ও প্রায়োগিক আলোচনা অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা বাস্তব সিস্টেমে আক্রমণ কীভাবে ঘটে এবং সেগুলো প্রতিরোধে কী ধরনের কৌশল প্রয়োজন সে বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান।

ইভেন্ট ডিরেক্টর সৈয়দ মুশফিক হাসান তাহসিন বলেন, HackerOne Bug Hunt কোনো হাইপ তৈরির আয়োজন নয় এটি বাস্তব ইমপ্যাক্ট তৈরির একটি প্ল্যাটফর্ম। তিনি আরও বলেন এই বছর আমরা দেখাতে চেয়েছি কীভাবে বাস্তব সিস্টেম সত্যিকার অর্থেই আক্রমণের শিকার হয় এবং কীভাবে সেগুলোকে সুরক্ষিত করা যায়। পুরো আয়োজনজুড়ে কমিউনিটির দক্ষতা আত্মবিশ্বাস এবং পারস্পরিক সহযোগিতার যে অগ্রগতি দেখা গেছে তা অত্যন্ত অনুপ্রেরণাদায়ক।

এই কনফারেন্সে দেশের বিভিন্ন প্রান্ত থেকে অংশগ্রহণ করেন—
•    বাগ বাউন্টি হান্টার ও পেনিট্রেশন টেস্টার
•    সফটওয়্যার ইঞ্জিনিয়ার ও DevOps প্রফেশনাল
•    সাইবারসিকিউরিটি শিক্ষার্থী ও একাডেমিক গবেষক
•    ইন্ডাস্ট্রি লিডার ও কমিউনিটি অর্গানাইজার

বর্তমান সময়ে সাইবার হুমকি যখন দিন দিন আরও জটিল হয়ে উঠছে তখন HackerOne Bug Hunt 2026 প্রমাণ করেছে যে এথিক্যাল হ্যাকিং কমিউনিটি সহযোগিতা এবং হাতে-কলমে শেখার মাধ্যমেই গড়ে উঠতে পারে একটি শক্তিশালী ও টেকসই সাইবারসিকিউরিটি ভবিষ্যৎ যেখানে আক্রমণ বাস্তব শেখা প্র্যাকটিক্যাল এবং প্রভাব দীর্ঘস্থায়ী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here