সফটওয়্যার কোড লিখবে গুগল বার্ড

0

সম্প্রতি এক চমকপ্রদ খবর দিয়েছে অ্যালফাবেটের মালিকানাধীন গুগল। তা হলো কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) চ্যাটবট বার্ডকে আরেক ধাপ উন্নয়ন করতে যাচ্ছে তারা। নতুন আপডেটে সফটওয়্যার তৈরির জন্য কোডিং করতে সাহায্য করবে গুগল বার্ড। 

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন বলছে, গত বছর মাইক্রোসফটের সমর্থিত স্টার্টআপ ওপেনএআইয়ের চ্যাটবট চ্যাটজিপিটি প্রকাশের পর প্রযুক্তিজগতে তুমুল সাড়া পায়। তখন থেকেই খাতটিতে প্রতিযোগিতা ও সম্ভাবনা বাড়তে থাকে। এরই ধারাবাহিকতায় গত মাসে গুগল মাইক্রোসফট করপোরেশনের এআই উদ্যোগকে টেক্কা দিতে বার্ডের পাবলিক রিলিজ শুরু করে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here