‘‌সন্ধ্যা কাটে না, অথচ দিব্যি বছর ঘুরে বছর আসে’‌

0
'‌সন্ধ্যা কাটে না, অথচ দিব্যি বছর ঘুরে বছর আসে'‌

জনপ্রিয় সংগীত শিল্পী ও ব্যান্ড দল এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চু ওপারে পাড়ি জমিয়েছেন ২০১৮ সালের ১৮ অক্টোবর। গানের কথার মতোই রুপালি গিটার ফেলে চলে গেছেন। তবে ভক্তদের হৃদয়ে এখনও আছেন প্রাণবন্ত হয়ে, পরম আবেগে। যাকে বলা হয়, দেশের ব্যান্ড সংগীতের অন্যতম দিকপাল, গিটার জাদুকর।

মাত্র ৫৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ব্যান্ড সংগীতের এই উজ্জ্বল নক্ষত্র। দেখতে দেখতে সেটাও হয়ে গেছে সাত বছর। তার সপ্তম মৃত্যুবার্ষিকীতে বন্ধু-স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা আইয়ুব বাচ্চুকে স্মরণ করছেন শ্রদ্ধা আর ভালোবাসায়। বিভিন্নজন নানা রকম স্মৃতিকথা শেয়ার করেছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সাধারণ ভক্ত থেকে তারকারাও শামিল হয়েছেন এই দলে।

তবে সামাজিকমাধ্যম ফেসবুকে আইয়ুব বাচ্চুর স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনার একটি পোস্ট নজর কেড়েছে সবার। একটি ছবি পোস্ট করে তিনি লেখেন, ‘জীবন বড়ই বিচিত্র, সন্ধ্যা কাটে না, অথচ দিব্যি বছর ঘুরে বছর আসে। দেখতে দেখতে সাত বছর…।’

সত্যিই তো তাই, যে মানুষকে ছাড়া দিন কাটানো ভাবাই যেতো না। তাকে ছাড়া একে একে পেরিয়ে গেছে সাতটি বছর। প্রকৃতিল অমোঘ নিয়মের রীতিতে সেটাই যেন বাস্তবতা।

বিয়ের আগে ফেরদৌস আক্তার চন্দনা ছিলেন আইয়ুব বাচ্চুর বান্ধবী। ১৯৯১ সালের ৩১ জানুয়ারি তারা বিয়ে করেন। তাদের দুটি সন্তান রয়েছে। মেয়ের নাম ফাইরুজ সাফরা আইয়ুব ও ছেলে আহনাফ তাজওযার আইয়ুব।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রাম শহরের এনায়েত বাজারে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। ১৯৭৬ সালে কলেজ জীবনে আগলি বয়েজ নামক ব্যান্ড গঠনের মাধ্যমে সংগীত জগতে তার পথচলা শুরু হয় তার। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here