সন্ধ্যায় সাফের অঘোষিত ফাইনাল: বাংলাদেশ বনাম নেপাল

0
সন্ধ্যায় সাফের অঘোষিত ফাইনাল: বাংলাদেশ বনাম নেপাল

সাফ অনূর্ধ্ব-২০ নারী টুর্নামেন্টে নির্ধারিত ফাইনাল না থাকলেও আজ সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় বাংলাদেশ ও নেপালের মধ্যকার ম্যাচটি কার্যত অঘোষিত ফাইনাল হয়ে দাঁড়িয়েছে। ম্যাচটি অনুষ্ঠিত হবে সন্ধ্যা ৭টায় কিংস অ্যারেনায়।

টুর্নামেন্টে এখন পর্যন্ত পাঁচ ম্যাচে বাংলাদেশের অর্জন ১৫ পয়েন্ট এবং নেপালের ১২ পয়েন্ট। ফলে আজকের ম্যাচে ড্র করলেই শিরোপা নিশ্চিত হবে বাংলাদেশের। তবে নেপাল জয়ী হলে উভয় দলের পয়েন্ট হবে সমান ১৫। তখন খেলা গড়াবে জটিল সমীকরণে—প্রথমে হেড টু হেড, এরপর গোল ব্যবধান এবং সবশেষে গ্রুপের সব ম্যাচের পারফরম্যান্সে এগিয়ে থাকলে চ্যাম্পিয়ন হবে নেপাল।

বৃষ্টির কারণে আগের ছয়টি ম্যাচ হয়েছে কিংস অ্যারেনার অনুশীলন মাঠে। তবে মাঠের অবস্থার উন্নতি হওয়ায় আজকের ম্যাচটি ফিরছে মূল ভেন্যু কিংস অ্যারেনায়।

সাফের চলতি আসরের বাইলজেও কিছু জটিলতা দেখা দিয়েছে। হেড টু হেডে সবকিছু সমান হলে এক অনুচ্ছেদে টাইব্রেকার শব্দটি সেমিকোলন দিয়ে যুক্ত রয়েছে। কেউ এটিকে পেনাল্টি শ্যুট আউট হিসেবে দেখলেও সাফ সচিবালয়ের ব্যাখ্যায় বলা হয়েছে, এটি দলের মধ্যে সমতা ভাঙার সাধারণ নিয়ম নির্দেশ করে।

টুর্নামেন্টে গত আসরের কথাও আলোচনায় এসেছে। যেখানে টাইব্রেকার শেষে সমতা থাকায় ম্যাচ কমিশনার টসের মাধ্যমে জয়ী ঘোষণা করেন ভারতকে। পরে বাংলাদেশ আপত্তি জানালে শিরোপা ভাগাভাগি হয়, যদিও ভারত তাতেও আপত্তি জানায়।

আজকের ম্যাচে বাংলাদেশের কোচ বাটলার পূর্ণ শক্তির একাদশ নামাতে পারেন। তিন ম্যাচ নিষেধাজ্ঞা শেষে ফিরছেন দলের অন্যতম সেরা ফরোয়ার্ড মোসাম্মৎ সাগরিকা, যিনি গত আসরে সর্বোচ্চ গোলদাতা এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here