সন্ধ্যায় আর্জেন্টিনার ম্যাচটি দেখবেন যেভাবে

0

এশিয়া সফরে দ্বিতীয় ও সর্বশেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে সন্ধ্যায় মাঠে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ইন্দোনেশিয়ার গেলোরা ব্যাংকর্নো স্টেডিয়ামে  ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠে নামবে স্ক্যালোনির শিষ্যরা।

ইন্দোনেশিয়ার বিপক্ষে লিওনেল মেসি খেলবেন না, একরকম নিশ্চিতই ছিল। আন্তর্জাতিক প্রীতি ম্যাচটিতে দলে আরও পরিবর্তনের আভাস দিলেন লিওনেল স্কালোনি। আর্জেন্টিনা কোচ বললেন, অস্ট্রেলিয়া ম্যাচের দল থেকে বিশ্রাম দেওয়া হবে আরও কয়েকজন খেলোয়াড়কে।

ফিফা র‍্যাংকিংয়ে শীর্ষ দল আর্জেন্টিনার বিপক্ষে ১৪৯ নম্বর দল ইন্দোনেশিয়ার লড়াইটা একপেশেই হওয়ার কথা। এমনকি বেঞ্চের খেলোয়াড়দের নিয়েই সহজে উতরে যাওয়ার কথা স্ক্যালোনির শিষ্যদের। যে কারণে স্কোয়াড থেকে ছুটি দিয়েছেন মেসি, অ্যাঞ্জেল ডি মারিয়া ও নিকলাস ওটামেন্ডিকে।

এর আগে এশিয়া সফরের প্রথম ম্যাচে গত বৃহস্পতিবার বেইজিংয়ে অস্ট্রেলিয়াকে ২-০ গোলে হারায় তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। 

খেলা দেখবেন যেভাবে

বাংলাদেশ থেকে কোনো চ্যানেলে ম্যাচটি সরাসরি না দেখা গেলেও অনলাইনে খেলা দেখার সুযোগ থাকছে। ভিইউস্পোর্ট স্ট্রিমিং ও সিবিএস স্পোর্টস গোলজো নেটওয়ার্কে ম্যাচটি উপভোগ করা যাবে। এছাড়া নিচের এই লিংকে গিয়েও দেখা যাবে লাইভ ম্যাচ-https://online.yalla–live.com/?fbclid=IwAR0jRXWfSROaqLYIiDC-Xmz1A4keb5VV4o3kQhkodiUxlCLFfvKXgoigAqM#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here