‘সন্দেহ নেই যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্টও আমাদের চাওয়া বুঝবে’

0

রাশিয়ার আগ্রাসন বন্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কার্যকর ভূমিকার রাখবেন এবং তার দেশকে আমেরিকা আগের মতো সব ধরনের সহায়তা করে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

নতুন বছর উপলক্ষ্যে মঙ্গলবার (৩১ ডিসেম্বর) প্রকাশ করা এক ভিডিও বার্তায় এসব কথা বলেন জেলেনেস্কি।

প্রকাশিত ২১ মিনিটের ভিডিওতে জেলেনস্কি বলেছেন, নবনির্বাচিত ট্রাম্পের সাহায্যে তিনি বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করবেন। একই সঙ্গে ৩৪ মাস ধরে চলা নিজ দেশে রাশিয়ার আক্রমণও থামাতে পারবেন। তিনি এ সময় ভ্লাদিমির পুতিনের রাশিয়াকে ‘পাগলা’ রাষ্ট্র বলে উল্লেখ করেন।

নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে জেলেনেস্কি বলেন, ‘শান্তি আমাদের জন্য উপহার হিসেবে আসবে না। রাশিয়ার আগ্রাসন ও যুদ্ধ থামাতে আমাদের সম্ভাব্য সব কিছু করতে হবে। যা প্রায় সবার চাওয়া।’  

ভিডিওতে তিনি আমেরিকার বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ও নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পের প্রশংসা করেন।

জেলনেস্কি বিশ্বাস করেন, রাশিয়ার আগ্রাসন থামিয়ে বিশ্বে শান্তি আনতে বড় পদক্ষেপ নেবেন ট্রাম্প। 

ভিডিওতে তিনি বলেন, ‘কোনো সন্দেহ নেই আমেরিকার নতুন প্রেসিডেন্টও আমাদের চাওয়া বুঝবে এবং বিশ্বে শান্তি আনবে। পুতিনের আগ্রাসনও থামিয়ে দিতে তারা আমাদের সাহায্য করবে। এটা পুরোপুরি জনগণ নিয়ন্ত্রিত একটি রাষ্ট্রের ওপর পাগলা একটি রাষ্ট্রের আগ্রাসন। আমি বিশ্বাস করি, আমেরিকার সঙ্গে মিলে আমরা রাশিয়ার বাহিনী থামিয়ে শান্তি আনতে পারব।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here