সন্দেশখালির ঘটনা, সেই সাথে দলের বিরুদ্ধে দুর্নীতির নানা অভিযোগ। এমন নানা ইস্যুতে দলের প্রতি একরাশ ক্ষোভ ও অভিমান উগড়ে দিয়ে তৃণমূল কংগ্রেস ছাড়লেন দলটির বিধায়ক তাপস রায়। সেই সাথে বিধায়ক পদ থেকেও ইস্তফা দিলেন তিনি। ইতিমধ্যেই রাজ্য বিধানসভার স্পিকার বিমান ব্যানার্জীর হাতে ইস্তফাপত্র তুলে দিয়েছেন তিনি।
তবে স্পিকার এখনো সেই ইস্তফাপত্র গ্রহণ করেননি বলে জানা গেছে। যদিও তাপস রায় বলেন, ‘বিধায়ক হিসাবে আমি আমার পদত্যাগপত্র স্পিকারকে জমা দিয়েছি। আমি এখন মুক্ত বিহঙ্গ।’