বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যােগে তাকওয়া অর্জনে মাহে রমজানের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল হয়েছে। গত মঙ্গলবার শহরের মসজিদ রোডে একটি হোটেলে আয়োজিত এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন। জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা খন্দকার আবদুল আজিজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা খেলাফত মজলিসের নির্বাহী সভাপতি মাওলানা খন্দকার মঈনুল ইসলাম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা খেলাফত মজলিস সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমী।
আলোচনা শেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আলোচনায় বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মুফতী মুহসিনুল হাসানব বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা প্রতিটি মুসলমানের ঈমানী দায়িত্ব।
প্রধান অতিথি খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মুফতি শরাফত হোসাইন তার বক্তব্যে বলেন, রমজান কোরআন নাজিলের মাস। তাক্বওয়া ভিত্তিক সমাজ গঠনের জন্যে আমাদের সকলকে এগিয়ে আসতে হবে। সন্ত্রাস-দুর্নীতি ও ধর্ষণ মুক্ত সমাজ গঠনে তাক্বওয়া ভিত্তিক খেলাফত রাষ্ট্র ব্যবস্থা প্রয়োজন। এ লক্ষ্যে মাওলানা
মামুনুল হকের নেতৃত্বে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। সভাপতির বক্তব্যে
জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা খন্দকার আবদুল আজিজ বলেন, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্যে আমরা সংগ্রাম করছি। আলোচনা ও ইফতারে মাহফিলে জেলার অন্যান্য ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ, আলেম-উলামা অংশ নেন।