আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও জাতীয় সংসদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক রয়েছে, যে কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড কঠোর হস্তে দমন করা হবে। শুধু ঢাকা নয়, সারাদেশেই এ বিষয়ে আমাদের নেতাকর্মীরা সতর্ক আছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) সকালে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবুলের বাবার কবর জিয়ারত শেষে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরও বলেন, তিনি বলেন, কেউ যদি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করে, তাহলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর ব্যবস্থা নেবে।