সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিএনপি নেতা আসাদুল

0
সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম: বিএনপি নেতা আসাদুল

‘উত্তরের সংযোগ’ স্লোগানে লালমনিরহাটের পাঁচ উপজেলার সাংবাদিকদের নিয়ে গঠিত বৃহৎ সংগঠন ‘প্রেস ফাইভ’ তাদের লোগো উন্মোচন করেছে। বিএনপির সাংগঠনিক সম্পাদক ও সাবেক মন্ত্রী আসাদুল হাবিব দুলু প্রধান অতিথি হিসেবে এ লোগো উন্মোচন করেন।

এ উপলক্ষ্যে মঙ্গলবার লালমনিরহাটের হামার বাড়ির হলরুমে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির আহ্বায়ক আলতাফুর রহমান আলতাফ।

প্রধান অতিথি আসাদুল হাবিব দুলু বলেন, ‘গণতন্ত্র ও সত্য প্রকাশে সাংবাদিকদের ভূমিকা অপরিসীম। উত্তরাঞ্চলের সাংবাদিকদের এই ঐক্যবদ্ধ উদ্যোগ প্রশংসার দাবি রাখে।’ প্রেস ফাইভ ভবিষ্যতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আসাদুল হাবিব। 

এ সময় বিশেষ অতিথি ছিলেন রংপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি সালেকুজ্জামান সালেক, জেলা বিএনপির
যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আফজাল হোসেন, প্রেস ফাইভ-এর উপদেষ্টা মেহেদী হাসান জুয়েলসহ অন্যরা।

অনুষ্ঠানে উপস্থিত জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিক, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিদের উদ্দেশ্যে প্রেস ফাইভ-এর ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here