সত্যি কী রাশিয়ায় ‘অশুভ আগস্ট’ ফিরেছে?

0

রাশিয়ায় একটা সময় আগস্ট মাসে অস্বাভাবিক সংখ্যায় বড় ধরনের প্রাণঘাতী ঘটনা, সন্ত্রাসী হামলা হতো। যুদ্ধ ছড়িয়ে পড়ার জন্য রুশরা আগস্টকে ‘অশুভ’ ভাবতেন। এ মাসে মানুষের মধ্যে সতর্কতা বেশ বেড়ে যেত।

দীর্ঘ সময় এই অশুভ পরিস্থিতি রাশিয়ার ওপর আর ভর করেনি। সাম্প্রতিক বছরগুলোতে তাদের কাছে আগস্টকে গ্রীষ্মের অন্যান্য মাসের মতোই মনে হচ্ছিল। বলতে গেলে বিষয়টি ভুলতেই বসেছিলেন রুশরা। 

চলতি আগস্ট মাসে কৃষ্ণসাগরে ইউক্রেনের সামুদ্রিক ড্রোনের হামলার শিকার হয়েছে রাশিয়ার সামরিক ও বাণিজ্যিক জাহাজ। এতে রাশিয়ার পণ্য সরবরাহ ও বাণিজ্যিক রুট ঝুঁকির মধ্যে পড়েছে। আগস্টে এখন পর্যন্ত প্রতিদিনই সংবাদমাধ্যমে সরকারি ভবন, সামরিক স্থাপনা কিংবা বাণিজ্যিক ও আবাসিক ভবন লক্ষ্য করে ছোট আকারের; কিন্তু অবিরাম ইউক্রেনীয় ড্রোন হামলার খবর পাওয়া যাচ্ছে্

কর্মকর্তাদের দাবি, শক্তিশালী আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে অধিকাংশ ড্রোনই আকাশে ধ্বংস করা হচ্ছে। তবে যে কয়েকটি ড্রোন আকাশ প্রতিরক্ষাব্যবস্থাকে ফাঁকি দিতে সক্ষম হয়েছে, সেগুলোই রুশদের স্বাভাবিক জীবনযাত্রা থামিয়ে দিতে যথেষ্ট।

নাম প্রকাশ না করার শর্তে মস্কোর এক বাসিন্দা স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘আমরা সবাই হতবাক, হামলার ঘটনা ঘটছে। অবশ্য আমরা রাজনীতিক নই, তাই এ নিয়ে মন্তব্য করতে চাই না।’

আরেক নারী বললেন, আমার দুটি শিশু আছে। এ সময়ে তাদের জন্ম হয়েছে বলে লজ্জা লুকাতে পারছি না।

আগস্টের প্রথম সপ্তাহের চেয়ে দ্বিতীয় সপ্তাহ কম আতঙ্কের নয়। এ সপ্তাহে আরও হতাহতের ঘটনা ঘটেছে। মস্কো থেকে সড়কপথে দুই ঘণ্টার পথ সের্গিয়েভ পোসাদ শহরে রহস্যজনক বিস্ফোরণে একটি শিল্পকারখানা বিধ্বস্ত হয়েছে। এই কারখানায় সামরিক সরঞ্জাম তৈরি হতো। এ ঘটনায় ১ জন নিহত ও ৮৪ জন আহত হন। সূত্র: সিএনএন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here