গত কয়েক মাস ধরে বলিপাড়ায় কানাঘুষা চলছে বচ্চন পরিবারের সঙ্গে চিড় ধরেছে ঐশ্বরিয়া রাইয়ের। চলতি মাসের প্রথম দিকে নিজের ৫০তম জন্মদিন একাই কাটিয়েছিলেন সাবেক এই বিশ্বসুন্দরী। মেয়েকে নিয়ে বিশেষ এই দিনটি কাটান ঐশ্বরিয়া।
এছাড়া সম্প্রতি পোশাকশিল্পী মণীশ মলহোত্রর দীপাবলির পার্টিতেও অভিষেকহীন ছিলেন ঐশ্বরিয়া। তবে সেই পার্টিতে একই ছাদের তলায় দেখা গিয়েছিল তার সাবেক প্রেমিক সালমান খানকে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল এমন একটি ভিডিও যা দেখে মনে হয়েছিল, একে অপরকে পার্টিতে জড়িয়ে ধরেছেন দুই প্রাক্তন। যদিও পরে জানা যায়, সেই ভিডিও’র নারী আদতে ঐশ্বরিয়া ছিলেন না। তবে কানাঘুষো, ভাইজানের সঙ্গে নাকি অতীতের তিক্ততা কিছুটা হলেও কমেছে প্রাক্তন বিশ্বসুন্দরীর। কিন্তু এটা ‘দুষ্টু লোক’দের রটনা কি না, তা নিয়ে সংশয় রয়েছে। কারণ, প্রকাশ্যে সালমান বা ঐশ্বরিয়া, কেউই তাদের অতীত নিয়ে কথা বলেন না।