‘সত্যিই বুঝতে পারিনি, আমি গভীরভাবে দুঃখিত’

0
‘সত্যিই বুঝতে পারিনি, আমি গভীরভাবে দুঃখিত’

আর্সেনাল ও লিভারপুলের ম্যাচে তখন ইনজুরি সময়ের খেলা চলছিল। লিভারপুল ডিফেন্ডার কনর ব্র্যাডলি আহত হয়ে মাঠের এক পাশে হাঁটু ধরে ব্যথায় গড়াগড়ি করছিলেন। সেই সময়ে প্রথমে তার শরীরে বল ফেলে এবং পরে ধাক্কা দিয়ে মাঠের বাইরে বের করে দেওয়ার চেষ্টা করেন আর্সেনালের গ্যাব্রিয়েল মার্টিনেলি। 

পরবর্তীতে এই ঘটনায় মাঠে শুরু হয় হাতাহাতি। তাতে হলুদ কার্ড দেখেন লিভারপুলের ইব্রাহিম কোনাতে এবং আর্সেনালের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্টিনেলি। প্রাথমিক শুশ্রূষার পর ব্র্যাডলিকে স্ট্রেচারে করে নিয়ে যাওয়া হয়। পরে তাঁকে ক্র্যাচে ভর দিয়ে এমিরেটস স্টেডিয়াম থেকে বের হতে দেখা যায়।

এক প্রতিবেদনে এমনটাই লিখেছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।  

ঘটনার পর ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক খেলোয়াড় গ্যারি নেভিল এবং রয় কিন উভয়ই মার্টিনেলির তীব্র সমালোচনা করেন। মার্টিনেলির এই কাণ্ডকে ‘লজ্জাজনক’বলেন। মার্টিনেলিও পরে সামাজিক মাধ্যমে দুঃখ প্রকাশ করেন, ‘আমি সত্যিই বুঝতে পারিনি সে (ব্র্যাডলি) তখন গুরুতর আহত হয়েছেন। আমি ওইরকম প্রতিক্রিয়া দেখানোর জন্য গভীরভাবে দুঃখিত। কনরের দ্রুত আরোগ্যের জন্য শুভকামনা করছি।’

বৃহস্পতিবার রাতের এই ম্যাচটি সমতায় শেষ হয়েছে। এমরিটেস স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি গোলশূন‍্য ড্র হয়েছে। টানা পাঁচ জয়ের পর ড্র করল আর্সেনাল। চলতি আসরে দ্বিতীয়বার লিভারপুলের বিপক্ষে পয়েন্ট হারাল তারা। দুই দলের প্রথম দেখায় অ‍্যানফিল্ডে ১-০ হেরেছিল তারা। অন‍্যদিকে আসরে টানা তিন ম‍্যাচে ড্র করল লিভারপুল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here