সত্যিই কি সুশান্তের মতোই নিশানায় ছিলেন প্রিয়াঙ্কাও?

0

প্রিয়াঙ্কা চোপড়া, বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। কিন্তু প্রায় সাত-আট বছর আগে তিনি ইন্ডাস্ট্রি ছেড়ে চলে গেছেন। এখন চুটিয়ে কাজ করছেন হলিউডে। আমেরিকাতেই পপ তারকা নিক জোনাসকে বিয়ে করে সংসার পেতেছেন প্রিয়াঙ্কা। এখন স্বামী ও মেয়ে মালতী মেরিকে নিয়ে সুখের সংসার তার। তবে বলিউড ছাড়ার আগের মুহূর্তে প্রায় অবসাদে ভুগছিলেন প্রিয়াঙ্কা। ‘তারকা’ তকমা মেলার পরেও নাকি বলিউডে ভাল কাজ পাননি তিনি, সম্প্রতি এক সাক্ষাৎকারে জানান দেশি গার্ল। 

প্রিয়ঙ্কার এই বিস্ফোরক সাক্ষাৎকারের পর এবার বলিপাড়ার অন্দরের রাজনীতি নিয়ে মুখ খুললেন বলিউডের আরেক জাতীয় পুরস্কারজয়ী শিল্পী অপূর্ব আসরানি।

অপূর্ব বলেন, “এই ইন্ডাস্ট্রিতে সকলেরই নিজের নিজের আঁত রয়েছে। একজন অন্যজনকে ফোন করে বলেন, অমুকের সঙ্গে কাজ না করতে। তারপর সাংবাদিক ও পিআর দিয়ে তাদের বিরুদ্ধে ক্যাম্পেইন করানো হয় যাতে ওই শিল্পীর নাম একেবারে ধুলোয় মিশে যায়। ভুলভাল প্রতিবেদন লেখা হয়, যাতে ওই শিল্পীর ভাবমূর্তি নষ্ট হয়ে যায়।”

অপূর্বর অভিযোগ, ‘‘শুটিং সেটে কারও আচরণ নিয়ে ভুয়া খবর ছড়ানো হয়, যাতে ওই শিল্পী পরে অন্য কাজ না পান।”

তার দাবি, বলিউডে যারাই আপস করতে চান না, তাদেরই একঘরে করে দেওয়া হয়। শুধু তাই নয়, অপূর্ব জানান, সুশান্ত সিং রাজপুতকেও নাকি এই ভাবেই এক পাশে সরিয়ে দেওয়া হয়েছিল।

তিনি বলেন, “ওর শেষ ছবি বক্স অফিসে ১০০ কোটি রুপির ব্যবসা করলেও প্রচার করা হয়েছিল যে, ওই ছবি নাকি ফ্লপ হয়েছে। সুশান্ত এত বুদ্ধিদীপ্ত কথা বলত, কিন্তু সবাই এই খবর ছড়িয়েছিল যে, ও নাকি মানসিকভাবে অসুস্থ।’’

দিন কয়েক আগে এক সাক্ষাৎকারে বলিউড ছাড়ার প্রসঙ্গে প্রিয়াঙ্কা বলেন, “বলিউডে সেই সময় আমাকে প্রায় একঘরে করে দেওয়া হয়েছিল। আমাকে ভাল চরিত্রে নেওয়া হচ্ছিল না। আমার সঙ্গে অনেকের ঝামেলাও হয়েছিল। আর আমি এসব এখন পছন্দ করি না। আমি এসব নোংরা রাজনীতির মধ্যে ক্লান্ত হয়ে পড়েছিলাম।” 

প্রিয়াঙ্কা জানান, ওই সময় ক্লান্ত হয়ে পড়েই বলিউড ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here