সত্যিই কি সিদ্ধান্তহীনতায় ভুগছে ইসরায়েল ও আমেরিকা?

0

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ নিয়ে ইসরায়েল ও আমেরিকা সিদ্ধান্তহীনতায় ভুগছে বলে মন্তব্য করেছে ইরান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, যুদ্ধ চালিয়ে যাবে নাকি যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করবে- তা বুঝে উঠতে পারছে না আমেরিকা ও ইসরায়েল। 

তিনি বলেন, “মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চালিয়ে যাওয়ার যেমন কোনও সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা নেই, তেমনি তারা জানে না যে, কীভাবে একটি যুদ্ধরিবতি প্রতিষ্ঠা করতে হয়।”

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, “ফিলিস্তিনি প্রতিরোধ সংগঠনগুলো ঘোষণা করেছে, তারা এখন পর্যন্ত তাদের শতকরা ১০ থেকে ১২ ভাগ শক্তি খরচ করেছে এবং ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি যুদ্ধ করতে তারা পূর্ণ প্রস্তুত।”

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা গত ৭ অক্টোবর যে আল-আকসা অভিযান পরিচালনা করেছে তাতে শুধু ইসরায়েলের নিরাপত্তা বাহিনীর ব্যর্থতাই ধরা পড়েনি, সেইসঙ্গে গোটা ইসরায়েলি ভূখণ্ডের গঠনকাঠামোর দুর্বল ভিত্তি প্রকাশ হয়ে পড়েছে। 

তিনি বলেন, “সে সময় ইসরায়েলের সাতটি নিরাপত্তা সংস্থা ২৪ ঘণ্টা ডিউটি পালন করে যাচ্ছিল এবং তাদের হাতে ছিল অত্যাধুনিক সব ডিভাইস। কিন্তু তারপরও হামাস তাদের সব প্রকল্পে ঠাণ্ডা পানি ঢেলে দিয়েছে।”

আমির-আব্দুল্লাহিয়ান বলেন, এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন ১৩ অক্টোবর ইসরায়েল সফর করে ইহুদিবাদী কর্মকর্তাদের চোখেমুখে আতঙ্ক ও হতাশার ছাপ দেখতে পেয়েছেন বলে স্বীকার করেছেন। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিশ্বের চতুর্থ শক্তিশালী সেনাবাহিনীর দাবিদার ইসরায়েল এখন হামাসের মতো একটি সংগঠনের ভয়ে আতঙ্কিত। সূত্র: মেহেরনিউজ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here