জাতিসংঘের শীর্ষ আদালত আইসিজের রায়ের পর ইসরায়েলি সেনাবাহিনী গাজা উপত্যকার সর্বদক্ষিণের মিশর সীমান্তবর্তী শহর রাফা থেকে পিছু হটেছে বলে স্থানীয় গণমাধ্যমে দাবি করা হয়েছে।
তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, রবিবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়- ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ থেকে তাদের বাহিনীকে পিছিয়ে দিয়েছে।
এর আগে শুক্রবার আইসিজে ইসরায়েলকে রাফায় সামরিক অভিযান বন্ধ করার নির্দেশ দেয়। একই সাথে রাফা ক্রসিং খুলে দেওয়ার এবং আন্তর্জাতিক ফ্যাক্ট-ফাইন্ডিং মিশনকে প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে সংগঠনটি।
সংবাদপত্রটি বলেছে, ইসরায়েলকে রাফা ক্রসিং খুলতে হবে বলে আইসিজের রায়ের পর, সেনাবাহিনী শহরের পূর্বে তাদের বাহিনী কমিয়েছে।
এদিকে ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এই দাবির কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি বলেও প্রতিবেদনে জানানো হয়েছে।
জানা গেছে, রাফায় ইতোমধ্যে ইসরায়েলি সেনাবাহিনীর চারটি কমব্যাট ব্রিগেড অবস্থান করছে। তারা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের গাজা উপত্যকায় অবিলম্বে যুদ্ধবিরতির প্রস্তাব সত্ত্বেও নৃশংস হামলা অব্যাহত রেখেছে। সূত্র : মিডল ইস্ট মনিটর, আনাদোলু এজেন্সি