সত্যিই কি প্রভাসের ‘সালার’ ছবিতে থাকছেন কেজিএফ’খ্যাত যশ?

0

আগামী ২২ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে ‘বাহুবলি’ খ্যাত অভিনেতা প্রভাসের সালার সিনেমা। শুরু থেকেই ধারণা করা হচ্ছিল, এই সিনেমার সঙ্গে ‘কেজিএফ’-এর যোগসূত্র থাকবে। কারণ কেজিএফ নির্মাতা প্রশান্ত নীলের পরিচালনায় তৈরি হয়েছে ‘সালার’। 

যদিও নির্মাতারা শুরু থেকেই এ বিষয়ে নীরব ভূমিকা পালন করেছেন। দর্শকদের জন্য সকল প্রশ্নের উত্তর যেন ছবিতেই রাখতে চেয়েছেন। তবে এবার ‘সালার’ সিনেমার এক গায়িকার মুখে সেই আভাসেরই সত্যতা মিলল।

গায়িকার এমন মন্তব্যের পরেই ভক্তদের উন্মাদনা আরও বেড়ে গেছে। ‘সালার’ সিনেমায় ‘কেজিএফ’-এর যশ থাকছেন, এমন খবরে দর্শকদেরও আগ্রহের পরিমাণ বেড়েছে। সকলেই বলছে, এতদিন ধরে চলে আসা গুঞ্জনই সত্যি হতে যাচ্ছে!

ইতোমধ্যেই মুক্তি পেয়েছে ‘সালার’ ট্রেলার। যেখানে কেজিএফের মতোই বিশাল এক সাম্রাজ্যের দেখা মিলেছে। রক্ত, ক্ষমতা, প্রতিশোধ আর বন্ধুত্বের গল্পে নির্মিত সিনেমাটির ট্রেলারে অ্যাকশন দৃশ্য ছিল চোখে পড়ার মতো। বিশেষ করে প্রভাস নিজেকে ছাড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন এই সিনেমা দিয়েই।

প্রশান্ত নীল পরিচালিত সালারে মূল ভূমিকায় অভিনয় করছেন প্রভাস। প্রভাস ছাড়াও সিনেমাটিতে আরো রয়েছেন পৃথ্বিরাজ সুকুমারন, শ্রুতি হাসান, জগপতি বাবুসহ অনেকে। আগামী ২২ ডিসেম্বর মুক্তি পাবে ‘সালার পার্ট : ১- সিজফায়ার’।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here