সত্যিই কি ঐশ্বরিয়ার সংসারে ভাঙনের সুর

0

গত ১ নভেম্বর ৫০ বছরে পা রেখেছেন বিশ্বসুন্দরীর মুকুট জেতা ঐশ্বরিয়া রাই। বিশেষ এই দিনে স্বামী অভিষেক বচ্চনের কাছে উপেক্ষিত হওয়ার খবর এসেছে ভারতীয় গণমাধ্যমে। বলা হচ্ছে, ঐশ্বরিয়া রাই বচ্চনের সংসারে বেজে উঠেছে ভাঙনের সুর। আগে থেকেই শাশুড়ি আর ননদের সঙ্গে তার সম্পর্কের তিক্ততার কথা অনেকবার সামনে এসেছে। 

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, এবার ঐশ্বরিয়ার ৫০তম জন্মদিন তেমন কিছুই করতে দেখা যায়নি অভিষেককে। জন্মদিনের উদযাপন ছিল একেবারেই ফিকে। এমনকি, জন্মদিনে ঐশ্বরিয়ার পাশে ছিলেন না অভিষেক। শুধু সামাজিক যোগাযোগমাধ্যমে জীবনসঙ্গিনীর একটি ছবি পোস্ট করেছেন তিনি। যার ক্যাপশনে কোট করে লিখেছেন মাত্র দুটি শব্দ– ‘শুভ জন্মদিন’; যা দেখে নেটিজেনরা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করতেও পিছিয়ে যাননি।

ভারতীয় সংবাদমাধ্যম থেকে জানা গেছে, গত কয়েক সপ্তাহ ধরে বচ্চন পরিবারের অন্দর মহলে চলছে শাশুড়ি-পুত্রবধূর বাগ্‌যুদ্ধ, যা একে অপরের প্রতি অসন্তোষ বাড়িয়ে দিয়েছে। শুধু শাশুড়ি জয়া বচ্চনই নন, ননদ শ্বেতা বচ্চন নন্দাও ক’দিন আগে এক টিভি অনুষ্ঠানে ঐশ্বরিয়ার স্বভাব নিয়ে সমালোচনা করেছেন।   

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here