সততার উদাহরণ দেখিয়ে প্রশংসায় ভাসছেন রোনালদো

0

ক্রিশ্চিয়ানো রোনালদোর সততা দেখানোর ম্যাচে আল নাসরের সঙ্গী হয়েছে হতাশা। এএফসি চ্যাম্পিয়নস লিগে পেরসেপোলিসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে তারা।

এদিন ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যাওয়ার সহজ সুযোগ আসে আল নাসরের কাছে। ডি বক্সের মধ্যে রোনালদো ফাউলের শিকার হওয়ায় পেনাল্টি পায় তারা। যদিও প্রতিপক্ষের ফুটবলাররা রেফারির কাছে আকুতি জানান এটি ফাউল ছিল না। পরে তাদের সঙ্গে যোগ দেন রোনালদোও। তিনিও আঙুল নাড়িয়ে ইশারা করেন এটি কোনোভাবেই পেনাল্টি নয়। ভিএআর দেখে এরপর সিদ্ধান্ত বদলান রেফারি।

অবশ্য ম্যাচের বেশিরভাগ সময় ১০ জন নিয়ে খেলতে হয় আল নাসরকে। কেননা ম্যাচের ১৭ মিনিটে লাল কার্ড দেখেন আলী লাজামি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here