সড়ক যেন রূপ নিয়েছে ফুলের বাগানে

0

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ভিটিবিশারা থেকে শাহপুরের সড়ক রূপ নিয়েছে ফুলের বাগানে। গ্রামের এই ৬ কিলোমিটার সড়কের দুই পাশে লাল, সাদা, হলুদ, বেগুনিসহ নানা রঙের ফুলে ভরা। দেখলে মনে হয় কেউ যেন খুব যত্ন করে বিছিয়ে দিয়েছে রঙিন প্রকৃতির একখণ্ড সৌন্দর্য।

এই গ্রামীণ সড়কের দু’পাশে শোভা পাচ্ছে কৃষ্ণচূড়া, সোনালু, জারুল, টগর, হৈমন্তী, কাঞ্চনসহ নানা জাতের দেশি-বিদেশি ফুলের গাছ। গ্রীষ্মের খরতাপে এসব রঙিন ফুল যেন পথচারীদের মনে ঠাণ্ডা প্রশান্তির ছোঁয়া এনে দেয়। পথচারী, যাত্রী-চালক, এমনকি শিক্ষার্থীরাও এই রঙিন দৃশ্য উপভোগে মুগ্ধ। অনেকেই গাড়ি থামিয়ে ছবি তোলেন। কেউবা শুধু দাঁড়িয়ে এক পলক দেখে যান প্রকৃতির এই অপরূপ।

ফুলে ফুলে ভরা এই গাছগুলো এখন পাঁচ-ছয় ফুট উচ্চতায় ডালপালা ছড়িয়ে যেন পথচারীদের দিকে হাসছে। রক্ত লাল কৃষ্ণচূড়া আর সোনালুর ঝুলন্ত ফুলে ভরা ডালগুলো যেন চৈত্রের খর প্রকৃতিতে এনে দিয়েছে প্রাণের পরশ।

এই রাস্তা দিয়ে যাতায়াতকারী আহমদ আলী বলেন, যাওয়ার পথে ফুলগুলো দেখে মন ভরে যায়। কাজের চাপ ভুলে কিছুটা সময় দাঁড়িয়ে থাকি প্রশান্তির জন্য।

স্থানীয় বাসিন্দা মো. আলাউদ্দিন আকাশ জানান, সাধারণত মহাসড়কে এমন দৃশ্য দেখা যায়। কিন্তু একটি গ্রামীণ সড়কে এত রকমের ফুল খুব বিরল। সাবেক সচিব মো. খলিলুর রহমানের উদ্যোগে ২০১৮ সালে এখানে প্রায় ১৪০টি দেশি-বিদেশি ফুলগাছ রোপণ করা হয়। এখন সেই গাছগুলো ফুলে ফুলে ভরে উঠেছে।

প্রতিবছর এপ্রিলের মাঝামাঝি থেকে মে মাসজুড়ে সড়কের দুই পাশ রঙিন হয়ে ওঠে এসব ফুলে। আর এভাবেই ইট-কংক্রিটের সড়ক পরিণত হয়েছে ভালোবাসার পথে। যেখানে প্রকৃতির সৌন্দর্য প্রতিদিন মুগ্ধ করে পথচারীদের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here