সড়ক নিরাপত্তায় নোয়াখালীতে বিআরটিএ’র ‘রোড শো’

0

সড়কে সচেতনতা বৃদ্ধি, নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার্থে বিআরটিএ নোয়াখালী সার্কেলের উদ্যোগে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ‘রোড শো’ অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) ও পরিবহন মালিক-শ্রমিক প্রতিনিধিদের সমন্বয়ে এ ‘রোড শো’ কর্মসূচি পালিত হয়। 

‘রোড শো’তে সড়ক নিরাপত্তা সংক্রান্ত বিভিন্ন প্ল্যাকার্ড, পরিবহণ মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী ও সর্বসাধারণের উদ্দেশ্যে বিভিন্ন ধরনের সচেতনতামূলক প্ল্যাকার্ড প্রর্দশন করা হয় ও সচেতনতামূলক লিফলেট ও স্টিকার বিতরণ করা হয়। এ সময় সড়ক নিরাপত্তা ও সড়ক শৃঙ্খলাকে অগ্রাধিকার দিয়ে চালক-মালিক, যাত্রী-পথচারী ও অভিভাবকদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। বিভিন্ন যানবাহনে সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।

বিআরটিএ নোয়াখালী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) জনাব প্রকৌশলী আতিকুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে এ সময় উপস্থিতি ছিলেন মাহবুব রাব্বানী, মোটরযান পরিদর্শক সুজিত রায়, সহকারী রাজস্ব কর্মকর্তা এবং মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট মিল্লাতুর-রশিদ, বিভিন্ন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিসহ, বিভিন্ন সাংবাদিক প্রতিনিধিবৃন্দ।  

এদিকে, আসন্ন পবিত্র ঈদ-উল-ফিতর ২০২৫ উদযাপন উপলক্ষ্যে সড়ক/মহাসড়কে যাত্রী সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করার লক্ষ্যে নোয়াখালীতে নিয়মিতভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here