নাটোরের নলডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় আহত স্কুলছাত্র নাহিদ ইসলাম (১১) চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার দুপুরে মারা গেছে। নিহত নাহিদ ইসলাম উপজেলার রামশার কাজীপুর শাজীপাড়ার মোঃ হেলাল উদ্দিনের ছোট ছেলে।
সে স্থানীয় রামশার কাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্র। এর আগে গত শনিবার ভোর ৬ টার সময় নাহিদ তার বাবার সাথে পেয়াজ বিক্রি করতে নলডাঙ্গা বাজারে যাওয়ার সময় নলডাঙ্গা উপজেলা পরিষদ মোড়ে বিপরীত দিক থেকে আসা ভ্যান গাড়ীর ধাক্কায় গুরুতর আহত হয়। গুরুতর অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দুপুরে সেখানেই তার মৃত্যু হয়।

