বান্দরবানে মোটরবাইক দুর্ঘটনায় রাশেদুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছে। রবিবার বিকেলে সদর উপজেলার মাঝের পাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদুল ইসলাম বান্দরবান বাজারের বিশিষ্ট চাল ব্যবসায়ী ওসমান আলীর সন্তান। সে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মোটর বাইকটি দ্রুত গতিতে চলছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
ঘটনার পরপরই স্থানীয়রা ছুটে এসে তাকে উদ্ধার করে কেরানিরহাট আশশেফা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু তাকে বাঁচানো যায়নি।
বান্দরবান সদর থানার ওসি মাসুদ পারভেজ মোটর বাইক দুর্ঘটনায় রাশেদুল ইসলামের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।