ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় সোহরাব হোসেন (৪৮) নামের এক পশু চিকিৎসক নিহত হয়েছেন। শুক্রবার দুপুরে ঠাকুরগাঁও-দিনাজপুর মহাসড়কের ২৯ মাইল সুগান দিঘিরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন বোদা হাইওয়ে পুলিশের অফিসার ইনচার্জ মো. শরিফুল ইসলাম। নিহত সোহরাব হোসেন ঠাকুরগাঁও সদর উপজেলার পূর্ব বেগুনবাড়ী গ্রামের মৃত আমিনুল ইসলামের ছেলে।