সড়ক দুর্ঘটনায় আহত বিসিবির কিউরেটর, স্ত্রী নিহত

0

ভারতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কিউরেটর প্রবীণ হিঙ্গনিকার আহত হয়েছেন। দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয়েছেন তার স্ত্রী সুবর্ণা (৫৩)। মঙ্গলবার (১৮ এপ্রিল) ভারতের পুনে থেকে নাগপুর যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

হিঙ্গনিকারকে হাসপাতালে নেওয়া হয়েছে। তার অপারেশন করা লাগবে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

জানা গেছে, মঙ্গলবার (১৮ এপ্রিল) বিকেল ৩টার দিকে ভারতের পুনে থেকে নাগপুরে ফিরছিলেন প্রবীণ ও তার স্ত্রী। সমৃদ্ধি মহাসড়কের মেহকায় একটি কন্টেইনারের সঙ্গে তাদের গাড়ির সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে তার স্ত্রী সুবর্ণা মারা যান। দুর্ঘটনার সময় প্রবীণই গাড়ি চালাচ্ছিলেন।

উল্লেখ্য, প্রবীণ হিঙ্গনিকার চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের প্রধান কিউরেটরের দায়িত্ব পালন করছেন। ২০১৮ সালের এপ্রিল থেকে তিনি বিসিবির সঙ্গে কাজ করছেন। এর আগে ভারতেও তিনি পিচ কিউরেটর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here