সড়ক দুর্ঘটনায় আহত বগুড়ার সাংবাদিক রিপনের মৃত্যু

0

বগুড়ার ধুনটে পেশাগত দায়িত্ব পালন শেষে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় আহত এটিএন বাংলার স্টাফ রিপোর্টার ইকবাল মোর্শেদ রিপন (৫৭) মারা গেছেন। বুধবার সকালে তিনি ঢাকার নিউরো সায়েন্স হাসপাতালে মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে সাংবাদিকদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

গত রবিবার ঢাকায় তার অপারেশন করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে গতকাল বুধবার সকালে তিনি মারা যান। তার ২ স্ত্রী, এক ছেলে ২ মেয়ে রেখে গেছেন। তার মরদেহ প্রথমে বগুড়া প্রেসক্লাবে নিয়ে আসা হয়। সেখানে তার প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে দক্ষিণ বগুড়া গোরস্তান ও ভাই পাগলা মাজারে তার দ্বিতীয় জানাজা শেষে দাফন করা হয়। 

সাংবাদিক ইকবাল মোর্শেদ রিপনের মৃত্যুতে বগুড়ার সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here