সড়ক দুর্ঘটনায় আহত আওয়ামী লীগ নেতার পাশে দাঁড়ালেন এমপি মহিব

0

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব আকনের পাশে দাঁড়িয়েছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য (এমপি) অধ্যক্ষ মো. মহিববুর রহমান মহিব। গত রবিবার তিনি আহত আওয়ামী লীগ নেতার বাড়িতে গিয়ে সার্বিক খোঁজ-খবর নেন ও উন্নত চিকিৎসার ব্যবস্থা করেন।

এসময় তার সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা, কুয়াকাটা পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল বারেক মোল্লা, পৌর মেয়র আনোয়ার হাওলাদার, কলাপাড়া পৌরসভার প্যানেল মেয়র মো. হুমায়ুন কবিরসহ স্থানীয় নেতাকর্মীরা।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (২৭ এপ্রিল) কুয়াকাটায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. মাহবুব আকন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here