ভারতের বিহার রাজ্যের সীতামার্চি জেলায় এক দুর্ঘটনায় ট্রাকের ধাক্কায় প্রাণ হারিয়েছে ১৩ বছর বয়সী এক শিশু। দুর্ঘটনার পর রাস্তায় শিশুটির মরদেহ পড়ে থাকলেও, ট্রাক থেকে ছিটকে পড়া মাছ লুট করতে ব্যস্ত হয়ে পড়ে আশপাশের মানুষজন।
শুক্রবার এনডিটিভি এই তথ্য জানিয়েছে। ঘটনাটি ঘটে সীতামার্চি জেলার পাপরি থানার অন্তর্গত জাঝিহাট গ্রামে।
নিহত শিশুটির নাম রিতেশ কুমার গোলো। সে স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দেয়। আঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পরিবারের সদস্যরা ছুটে এলে কান্নায় ভারী হয়ে ওঠে পুরো এলাকা। কিন্তু সেই মুহূর্তে আহতকে উদ্ধার বা পুলিশ ও অ্যাম্বুলেন্সে খবর দেওয়ার পরিবর্তে, অনেক মানুষ ট্রাক থেকে ছড়িয়ে পড়া মাছ লুট করতে শুরু করে। বস্তায় ভরে মাছ নিয়ে যেতে দেখা যায় তাদের।
পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লুটপাটকারীদের সরিয়ে দেয় এবং শিশুটির মরদেহ উদ্ধার করে। দুর্ঘটনায় জড়িত ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
সূত্র: এনডিটিভি

