সড়কের পাশে উল্টে ছিল অটোরিকশা, মিললো চালকের মরদেহ

0

গাজীপুরের শ্রীপুরে সড়কের পাশ থেকে এক অটোরিকশা চালকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। অটোরিকশা ছিনতাইয়ে ব্যর্থ হয়েই তাকে হত্যা করেছে দুর্বৃত্তরা এমন ধারণা স্থানীয়দের।

রবিবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ১২টায় উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্নপুর-সিটপাড়া সংযোগ সড়কের পাশের জঙ্গলের ভেতর থেকে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নিহত হৃদয় (২৫) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার হাতিখলা গ্রামের মৃত সুজন মিয়ার ছেলে। হৃদয় শ্রীপুর পৌরসভার বাগমারা গ্রামের (কলেজপাড়া) এলাকার জনৈক বিল্লালের বাড়িতে ভাড়া থেকে অটোরিকশা চালাতেন।

নিহতের পরিবারের স্বজনরা জানান, রবিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হয় হৃদয়। মরদেহের ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে কি কারণে আর কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এ মুহুর্তে বলা যাচ্ছে না। হত্যার রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম জানান, রাতে শ্রীপুরের গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর-সিটপাড়া জঙ্গলের ভেতর সড়কে একটি অটোরিকশা উল্টে পড়ে থাকতে দেখে এবং নিচে একজন ব্যক্তির মরদেহ দেখে থানায় সংবাদ দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পাশ থেকে একটি রক্তমাখা ছুরি উদ্ধার করে। নিহত হৃদয়ের ব্যবহৃত মোবাইল ফোনে সূত্র ধরে পরিবারের সাথে যোগাযোগ করে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here