জয়পুরহাট শহরের চার লেন ও জয়পুরহাট মোকামতলা সড়কের অসমাপ্ত কাজের অগ্রগতি বিষয়ে পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক মহিউদ্দিন জাহাঙ্গীর, জেলা সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী সৌম্য তালুকদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলাউদ্দীন হোসেন ও সদর উপজেলা নির্বাহী আরাফাত হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভায় অসমাপ্ত সড়কের কাজ দ্রুত সমাপ্ত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের তাগিদ দেন হুইপ স্বপন।