সঠিক মনিটরিং না থাকায় চাঁপাইনবাবগঞ্জে বেড়েছে পিয়াজের দাম

0

চাঁপাইনবাবগঞ্জে মাত্র এক সপ্তাহের ব্যবধানে প্রতিকেজি পিয়াজের দাম বেড়েছে ২০ থেকে ২২ টাকা। গত সপ্তাহে পিয়াজের দাম ছিল ৩০ টাকা কেজি। বর্তমানে সেই দাম বেড়ে ৫০ টাকা থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ক্রেতারা বলছেন, বাজার মনিটরিং না থাকায় সিন্ডিকেট ব্যবসায়ীরা পিয়াজের দাম বাড়িয়ে দিয়েছে। আর বিক্রেতারা বলছেন, বাজারে পিয়াজ সরবরাহ কম থাকায় দাম বেড়ে গেছে। শহরের পুরাতন বাজার ঘুরে দেখা গেছে, প্রতিকেজি দেশি পিয়াজ ৫০ টাকা থেকে ৫২ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে এবং মুরিকাটা পিয়াজ প্রতিকেজি ৩৮ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।

এদিকে বাজারে পিয়াজ কিনতে আসা সাধারণ ক্রেতারা বলছেন, সঠিক বাজার মনিটরিং না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম বাড়িয়ে দিয়েছে। ক্রেতারা আশংকা করছেন, কুরবানির ঈদ সামনে রেখে পিয়াজের দাম বাড়ানো হয়েছে এবং ঈদের সময় প্রতিকেজি ১০০ টাকা হতে পারে। আর বিক্রেতারা বলছেন, বাজারে পিয়াজ সরবরাহ কম থাকায় দাম বাড়তির দিকে। অনেকেই আবার বলছেন, পাইকারী ব্যবসায়ীরা ঈদকে পুঁজি করে পিয়াজ মজুদ করতে শুরু করায় বাজারে পিয়াজের দাম বেড়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here