সঞ্জয় দত্তকে মৃত্যুর আগে ১০০ কোটির সম্পত্তি লিখে দেন নারী ভক্ত, অতঃপর..!

0

বলিউড তারকা সঞ্জয় দত্ত, যিনি একসময় ‘চকোলেট বয়’ ইমেজ নিয়ে তরুণীদের হৃদয়ে ঝড় তুলেছিলেন। তবে ২০১৮ সালে ঘটে অবাক করা এক ঘটনা- এই অভিনেতার এক নারী ভক্ত মৃত্যুর আগে তার ৭২ কোটি রুপির সম্পত্তি লিখে দিয়ে যান। যেটা বাংলাদেশি মুদ্রায় ১০০ কোটির বেশি।  

টাইমস অব ইন্ডিয়া থেকে জানা যায়, ২০১৮ সালে হঠাৎ সঞ্জয় দত্তের কাছে থানার পক্ষ থেকে ফোন আসে। পুলিশ জানায়, নিশা পাতিল নামে এক নারী ১৪ দিন আগে মারা গেছেন এবং মৃত্যুর আগে তিনি তার সম্পত্তি অভিনেতার নামে লিখে গেছেন। সঞ্জয় দত্ত প্রথমে বিষয়টি বিশ্বাসই করতে পারছিলেন না।

তিনি স্পষ্টভাবে জানিয়ে দেন, সম্পত্তিটি মৃতার পরিবারের কাছেই ফিরে যাওয়া উচিত। তবে ব্যাংকের কাগজপত্রে তার নাম নমিনি হিসেবে উল্লেখ থাকায় এটি সহজ ছিল না।

এই ঘটনায় অবাক হলেও সম্পত্তির প্রতি একটুও আগ্রহ দেখাননি সঞ্জয় দত্ত। তিনি বলেন, ভক্তরা আমাদের ভালোবাসেন, অনেক কিছু করেন, কিন্তু এই ঘটনা আমাকে সত্যিই হতবাক করেছে। আমি নিশাকে চিনতাম না, তবে তিনি যা করেছেন, তা অবিশ্বাস্য। আমি সম্পত্তির এক কণাও নেব না।

আইনি প্রক্রিয়ায় জড়ানোর পরও তিনি একই অবস্থানে থাকেন এবং জানান, তিনি প্রয়োজনে আইনি পদক্ষেপ নিতে রাজি আছেন, যাতে সেই নারী ভক্তের পরিবারের সদস্যরাই এই সম্পত্তির অধিকার পান। পরবর্তীতে তেমনটিই করেছিলেন সঞ্জয় দত্ত।

উল্লেখ্য, ১৯৮৭ সালে রিচা শর্মার সঙ্গে প্রথম ঘর বাঁধেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সঞ্জয় দত্ত। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে ১৯৯৬ সালে মারা যান রিচা। ১৯৯৮ সালে মডেল রিয়া পিল্লাইকে বিয়ে করেন বলিউডের এই জনপ্রিয় নায়ক। ২০০৮ সালে ভেঙে যায় তার দ্বিতীয় সংসারও। একই বছর মান্যতাকে বিয়ে করেন সঞ্জয় দত্ত। সেই সংসারে তাদের দুটি সন্তান রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here