সচিবালয়ে আগুন : প্রাথমিক তদন্তের রিপোর্ট জানা যাবে সোমবার

0

সচিবালয়ের ৭ নম্বর ভবনে ভয়াবহ আগুন লাগার ঘটনায় গঠন করা কমিটির প্রাথমিক তদন্ত প্রতিবেদন আগামীকাল সোমবার জমা দেবে বলে জানিয়েছেন উপদেষ্টা নাহিদ ইসলাম।

আজ রবিবার সচিবালয়ের সামনে সাংবাদিকদের এ কথা জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা। 

নাহিদ ইসলাম বলেন, ‌‘সাত নম্বর ভবনে আগুন লাগার ঘটনায় তদন্ত চলছে।’ 

এখন পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কোনো কিছু জানতে পেরেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘প্রাথমিক রিপোর্ট দাখিলের জন্য তিনদিনের সময় দেওয়া আছে কালকে কিছুটা জানতে পারব ঘটনাটি।’

তথ্য উপদেষ্টা বলেন, ‘ঘটনাটি আমাদের সবার ভেতরে একটি উদ্বেগ তৈরি করেছে, সচিবালয়ে এভাবে আগুন লাগাটা। আমরা ভাবছি পরিকল্পনা হতে পারে, স্যাবোটাজও হতে পারে। সেটা যদি না হয় এবং সচিবালয়ে যদি এরকম ঘটনা ঘটে, সেটাও আমাদের ভাববার বিষয়। এটার জন্য দীর্ঘমেয়াদি সংস্কার প্রয়োজন। আশা করি তদন্ত হলে আমরা বলতে পারব।’

ভবনটা কবে নাগাদ চালু হতে পারে এ বিষয়ে তিনি বলেন, ‘প্রাথমিক রিপোর্ট পাওয়ার পর আমরা সেটা জানতে পারব।’

গত বুধবার দিবাগত রাতে ইতিহাসের সবচেয়ে বড় আগুন লাগার ঘটনায় পুড়েছে সচিবালয়ের ৭ নম্বর ভবনের চারটি তলা। এ চার তলায় পাঁচটি মন্ত্রণালয়ের অফিস ছিল। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আগুন লাগে। ছয় ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার সকাল ৮টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। আগুন পুরোপুরি নেভাতে সময় লাগে প্রায় ১০ ঘণ্টা।

এ ঘটনা তদন্তে ৮ সদস্যের উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবকে এ কমিটির আহ্বায়ক করা হয়েছে। সদস্য সচিব হয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মহাপরিচালক। সদস্য হিসেবে রয়েছেন পুলিশ মহাপরিদর্শক, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পুরকৌশল বিভাগের অধ্যাপক ড. তানভীর মনজুর, সেনাবাহিনীর কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রাসেল, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. ইয়াছির আরাফাত খান এবং বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ ও ইলেকট্রনিক কৌশল বিভাগের সহযোগী অধ্যাপক ইয়াসির আরাফাত। কমিটিকে তিন কর্ম দিবসের মধ্যে প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here