টাঙ্গাইলের সখীপুর উপজেলার কবি, সাহিত্যিকদের নিয়ে দুই দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে এ সাহিত্য মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলাম। সংস্কৃতি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় উপজেলা মিলনায়তনে এ মেলায় সখীপুরের শতাধিক কবি, গীতিকার, লেখকের সমাগম ঘটে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রসাশক ওলিউজ্জামান, উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল লেবু, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, চর্যাপদ গবেষক প্রফেসর আলীম মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা এম ও গনি, সখীপুর প্রেস ক্লাবের সভাপতি শাকিল আনোয়ার প্রমুখ। এতে সখীপুরের কবি-সাহিত্যিকরা সেমিনার, গ্রন্থ মেলা ও সাহিত্য আড্ডায় মেতে উঠেন।