টাঙ্গাইলের সখীপুরে পারিবারিক কলহ নিয়ে সোহাগ মিয়া (২২) নামের এক যুবক ইদুরের বিষ খেয়ে আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসারত অবস্থায় তার মৃত্যু হয়। সে উপজেলার কালিয়া গ্রামের মো. দুদু মিয়ার ছেলে। এ ঘটনায় সখীপুর থানায় অপমৃত্যুর মামলা নিয়েছে পুলিশ।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আট মাস আগের বিবাহিত স্ত্রীর সাথে স্বামী সোহাগ ও তার মায়ের সাথে মাঝে মধ্যেই কথা কাটাকাটি হতো। এ নিয়ে গত শুক্রবার রাতে স্ত্রীর সাথে অভিমান করে ইদুরের বিষ খায় স্বামী সোহাগ। ওই রাতেই তাকে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে তার পরিবার। চিকিৎসারত অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয় বলে জানায় তার পরিাবর।