টাঙ্গাইলের সখীপুরে নিখোঁজের আট ঘণ্টা পর পুকুর থেকে মিম (৯) ও ঝুমার (৯) নামে দুই শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী।
শনিবার (১৬ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার হতেয়া পশ্চিম পাড়া গ্রাম থেকে তাদের লাশ উদ্ধার করা হয়েছে। মৃত শিশু মিম ওই এলাকার কামরুল হাসানের এবং ঝুমা বাবুল মিয়ার মেয়ে। তারা হতেয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, এটা খুব দুঃখজনক ঘটনা। মরদেহ উদ্ধারের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিলো।