সংসদ সদস্য পদ থেকে তৃণমূলের নেত্রী মহুয়া মৈত্রীকে বরখাস্ত করা হয়েছে। শুক্রবার লোকসভায় স্পিকার এ বিষয়ে ভোটাভুটির মাধ্যমে প্রস্তাব পাশ করেন। সংসদে মোদী সরকারকে প্রশ্ন করতে ঘুষ নিয়েছিলেন এমন অভিযোগে তাকে বরখাস্ত করেছে।
বহিষ্কারের সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছেন মহুয়া। তিনি বলেন, এথিক্স কমিটি ভাল করে যাচাই না করেই আমার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে। টাকা নেওয়া বা উপহার নেওয়ার কোনো প্রমাণ নেই। তিনি আরও বলেন, মোদী সরকার আমাকে চুপ করিয়ে দিতে চাইছে। মহিলা সংসদ সদস্যকে হেনস্থা করা হচ্ছে। আগামী ছ’মাসও হেনস্থা করা হবে।